জেলা প্রাণিসম্পদ দপ্তর,নরসিংদী এর কর্মসম্পাদনের সার্বিক চিত্র
সাম্প্রতিক অর্জন,চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা
সাম্প্রতিক বছরসমূহের (৩বছর) প্রধান অর্জনসমূহঃ
বাংলাদেশ এলিডিসি পর্যায়ে উত্তরণের প্রেক্ষাপটে এবং ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যার প্রাণিজ আমিষ (দুধ,মাংস,ডিম) চাহিদা মেটাতে উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ ও জাত উন্নয়নের ক্ষেত্রে নরসিংদী জেলায় অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে।
- বিগত ২০২০-২১,২০২১-২২,২০২২-২৩ অর্থবছরের নরসিংদী জেলা প্রাণিসম্পদ বিভাগের অর্জনসমূহ যথাক্রমে নিম্নরুপঃ
- গবাদিপশুর জাত উন্নয়নে যথাক্রমে ৮৭০৬০,৭৬৪২৫,৭০১৯২টি প্রজননক্ষম গাভী/বকনাকে কৃত্রিম প্রজননের আওতায় আনা হয়। উৎপাদিত সংকর জাতের বাছুরের সংখ্যা যথাক্রমে ৩০৭৬০,৩১১৪১,২৮৭৯৯টি।
- বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ ও সম্প্রসারণে যথাক্রমে ০.৪৮৪২,০.৪৮৭০,০.৫৪৮২৩ কোটি গবাদিপশু-পাখিকে টিকা প্রদান করা হয়েছে এবং যথাক্রমে ২৩৫৭,২৫৭৯ ও ২৮৪৬৪ লক্ষ গবাদিপশু-পাখিকে চিকিৎসা প্রদান করা হয়।
- খামারির সক্ষমতা বৃদ্ধি,খামার ব্যবস্থাপনার উন্নয়ন ও খামার সম্প্রসারণে যথাক্রমে ২৭৮০,৩১০৭,২৯৯০ জন খামারীকে প্রশিক্ষণ পদানসহ যথাক্রমে ৩৩০,৩০৭,৩৪২ টি উঠান বৈঠক পরিচালনা করা হয়।
- নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে যথাক্রমে ৭৫৬,৮৩৫,৮১০ টি খামার/ফিডমিল/হ্যাচারী পরিদর্শন ও ৫৪৬,২৯৬,১৮০জন মাংস প্রক্রিয়াজাতকারী (কসাই) প্রাশিক্ষণ এবং ১১,২১,১২ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।