জেলা প্রাণিসম্পদ দপ্তর, নরসিংদী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সেবা প্রদানকারি অফিস। ইহা মৎস্যও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা পর্যায়ের একটি অফিস। নরসিংদী শহরের ব্রাহ্মন্দী মোড় সংলগ্ন নিজস্ব জমির উপর অফিস ভবনটি নির্মিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অফিসটির প্রধান ।
নরসিংদী জেলা প্রাণি সম্পদ অফিসটি ঢাকা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
কিভাবে আসবেনঃ
বাসযোগেঃ ঢাকা-সিলেট মহাসড়কে ভেলানগর নামকস্থানে নরসিংদী জেলখানা মোড়ের পার্শ্বে নামতে হবে। পরে সি এন্ড জি যোগে ব্রাক্ষ্মনদী চৌরাস্তার কাছে এই অফিসটি।
ট্রেনযোগেঃ ঢাকা কমলাপুর স্ট্রেশন থেকে নরসিংদী স্ট্রেশনে উত্তর সাইটে নামতে হবে।পরে রিকসা অথবা হেটে কোয়াটার কিলোমিটার পথ মাত্র।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS